Sagorer teer theke misti kichu hawa ene lyrics

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে
আকাশের নীল থেকে তারার কান্তি এনে
তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে
সাগরের তীর থেকে

সবই যে মধুর লাগে অনুরাগে হিয়া জাগে
গোপন স্বপন গুলো জীবনের দিশা পেলো
আমার পরান বীনা সুরে সুরে ভরে যায়
আমার পরান বীনা সুরে সুরে ভরে যায়
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে
আকাশের নীল থেকে

এ মনে লুকানো লাজ তারা হয়ে জ্বলে আজ
কাজল কালো আঁখি পাখি হয়ে যায় ডাকি
তাই বুঝি ভালবাসা প্রানে দোলা দিয়ে যায়
তাই বুঝি ভালবাসা প্রানে দোলা দিয়ে যায়

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে
আকাশের নীল থেকে তারার কান্তি এনে
তোমার নয়নে ছড়াব গো ভাবি মনে মনে
সাগরের তীর থেকে

শাহনাজ রহমতুল্লাহ-এর সাগরের তীর থেকে গানের লিরিক্স (Sagorer Teer Theke By Shahnaz Rahmatulla - Song Lyrics)

শাহনাজ রহমতুল্লাহ বাংলাদেশের একজন প্রখ্যাত সংগীত শিল্পী, তিনি ২রা জানুয়ারী ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। তিনি মূলত দেশাত্মবোধক গানের মাধ্যমে শ্রোতাদের মাঝে জনপ্রিয় হন। তিনি একুশে পদক পান ১৯৯২ সালে। ২৩শে মার্চ ২০১৯ সালে এই বরেণ্য শিল্পী মৃত্যুবরণ করেন।

শিরোনামঃ সাগরের তীর থেকে

শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
আকাশের নীল থেকে তারার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো
ভাবি মনে মনে
সাগরের তীর থেকে

সবই যে মধুর লাগে, অনুরাগে হিয়া জাগে
গোপন স্বপনগুলো জীবনের দিশা পেলো
আমার পরান-বীণা সুরে সুরে ভরে যায়
আমার পরান-বীণা সুরে সুরে ভরে যায়

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে

এ মনে লুকানো লাজ তারা হয়ে জ্বলে আজ
কাজল-কালো আঁখি পাখি হয়ে যায় ডাকি
তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়
তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
আকাশের নীল থেকে তারার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো
ভাবি মনে মনে

Presenting Sagorer Teer/ Saagar Kinare Lyrics from Backstage band. This is a cover song of the original Saagar Kinare by Lata Mangeshkar & Sagorer teer theke by Sahanaz Rahmatullah.
 

■ Song Name : Sagorer Teer/ Saagar Kinare Cover
■ Band : Backstage
■ Original Singer :
Sahanaz Rahmatullah; Lata Mangeshkar

SAGORER TEER THEKE (সাগরের তীর থেকে) LYRICS

সাগরের তীর থেকে
মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে

আকাশের নীল থেকে
তাঁরার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো
ভাবি মনে মনে
সাগরের তীর থেকে

সবই যে মধুর লাগে
অনুরাগে হিয়া জাগে
গোপন স্বপনগুলো
জীবনের দিশা পেল

Jaage Nazaare, Jaagi Hawaaein
Jab Pyaar Jaaga Jaagi Fizaaein
O, Pal Bhar Ko Dil Ki Duniya Soyi Nahin Hai

সাগরের তীর থেকে
মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে

আকাশের নীল থেকে
তাঁরার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো
ভাবি মনে মনে

এ মনে লুকানো লাজ
তারা হয়ে জ্বলে আজ
কাজল কালো আখী
পাখি হয়ে যায় ডাকি
তাই বুঝি ভালবাসা প্রানে দোলা দিয়ে যায় X২

Saagar Kinaare Dil Yeh Pukaare
Tu Jo Nahin To Mera Koi Nahin Hai X২

Sagorer Teer Theke Lyrics

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো

আকাশের নীল থেকে তাঁরার কান্তি এনে
তোমার নয়নে ছড়াবো গো

সবই যে মধুর লাগে অনুরাগে হিয়া জাগে
গোপন স্বপনগুলো জীবনের দিশা পেল

এ মনে লুকানো লাজ তারা হয়ে জ্বলে আজ
কাজল কালো আখী পাখি হয়ে যায় ডাকি
তাই বলি ভালবাসা প্রানে দোলা দিয়ে যায়।।

Writer(s): bodrul alom bokul, sohel nijami<br>Lyrics powered by www.musixmatch.com


More from Sagorer Teer Theke

Loading

You Might Like

Loading


FAQs for Sagorer Teer Theke

Toplist

Latest post

TAGs